কুমিল্লায় রাসেল নামে এক যুবক প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে হুমকি দেন। পরে স্থানীয়রা তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেন। রোববার (৫ অক্টোবর) বিকেলে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল দক্ষিণ রামপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে। তিনি যুবদল কর্মী পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন বলে জানা গেছে। সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সদর দক্ষিণের আব্দুল্লাহপুর গ্রামের কয়েকজনের সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণ রামপুর গ্রামের যুবক রাসেলের বাগবিতণ্ডা হয়। তর্কাতর্কির একপর্যায়ে প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে রাসেল প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেন। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে পিস্তলসহ আটক করে...