সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের নামে আয়োজিত নৌকাবাইচে বাইচালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা এলাকায় করতোয়া নদীতে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। আহতদের মধ্যে কৈবর্তগাতী গ্রামের নিউ একতা এক্সপ্রেস পানসি নৌকার বাইচাল সামছুল (২৮) গুরুতর অবস্থায় উল্লাপাড়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া পাবনার আমিনপুর থানার শাড়ীর ভিটা গ্রামের ফরিদ, স্বপ্ন, মধুল ও রাজাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোনতলা এলাকায় অনুষ্ঠিত নৌকাবাইচে পাবনার আমিনপুর থানার শাড়ীর ভিটা এক্সপ্রেস ও উল্লাপাড়ার নিউ একতা এক্সপ্রেস পানসি অংশ নেয়। প্রতিযোগিতার একপর্যায়ে নৌকা দুটি পাশাপাশি চলে আসলে উভয় পক্ষের বাইচালরা ক্ষুব্ধ হয়ে বৈঠা দিয়ে একে অপরকে মারধর শুরু করে।...