আগের দুই ম্যাচে তবু লড়াই কিছু জমেছিল। বাংলাদেশের নড়বড়ে ব্যাটিংয়ে জেগে উঠেছিল রোমাঞ্চ। এবার তেমন কিছু হতে দিলেন না সাইফ হাসান। এশিয়া কাপ দিয়ে দলে প্রত্যাবর্তনের পর নিজের নতুন যে ছবি তিনি মেলে ধরছেন, সেটিকেই আরও উজ্জ্বল করে ফুটিয়ে তুললেন দুর্দান্ত ব্যাটিংয়ে। তার ছক্কার পর ছক্কায় চূর্ণ হলো আফগানিস্তানের সব প্রচেষ্টা। শারজাহতে শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। ৭ ছক্কায় ৩৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশের নায়ক সাইফ হাসান। এশিয়া কাপে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে দারুণ দুটি ইনিংস খেলা ব্যাটসম্যান উপহার দিলেন আরেকটি মনে রাখার মতো ইনিংস। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যথারীতি বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন বোলাররাই। প্রথম ম্যাচে ১৫১, পরের ম্যাচে ১৪৭, চার রান কম করার সেই ধারায় এবার আফগানদের ইনিংস শেষ হয়...