প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় পাওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ২ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ফলে তৃতীয় ম্যাচে জয় নিশ্চিত করে তারা সিরিজ জয় নিশ্চিত করে। এই জয়ের ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে বাংলাদেশ টানা পাঁচ ম্যাচে হারিয়েছে। রান তাড়া করতে নেমে শুরুটা বাংলাদেশের জন্য ভালো ছিল না। দলীয় ২৪ রানে উদ্বোধনী জুটি ভেঙে যায়। আজমতউল্লাহ ওমরজাইয়ের করা বলে রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন বাংলাদেশি ওপেনার পারভেজ হোসেন ইমন, তিনি করেন ১৪ রান। শুরুটা ভালো না হলেও দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান আফগান ব্যাটারদের শাসন করেন। তারা দুজন মিলে তোলেন ৫৫ রান। তানজিদ ৩৩ বলে ৩৩ রান করেন। অন্যদিকে সাইফ হাসান ধারাবাহিকভাবে খেলে যাচ্ছেন, তাকে সঙ্গ দিচ্ছেন দলনেতা জাকের আলি অনিক। এর আগে ম্যাচের শুরুতে টস জিতে আফগানিস্তানকে...