আগেই জানা যে, তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবুসহ ক্লাব ক্যাটাগরির প্রার্থিতা প্রত্যাহার করে ১৩ জন একসঙ্গে নির্বাচন বয়কট করেছেন। আর গত ৪৮ ঘণ্টায় আরও সরে দাঁড়িয়েছেন দুজন- লুৎফর রহমান বাদল ও মেজর (অব.) ইমরোজ। সব মিলিয়ে ঢাকার ক্লাব কোটায় আগে ও পরে সরে দাঁড়িয়েছেন ১৫ প্রার্থী। এখন প্রতিদ্বন্দ্বিতায় আছেন ১৫ জন (ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, ইশতিয়াক সাদেক, শাহনিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফয়জুর রহমান মিতু, মঞ্জুরুল আলম, আদনান দিপন, আবুল বাশার শিপলু, ইফতিখার রহমান মিঠু, ফায়জুর রহমান ভুঁইয়া, আহসানুর রহমান মল্লিক রনি, রাকিবউদ্দীন ও নাজমুল)। এই ১৫ জনের মধ্যে হবে নির্বাচন। যেহেতু ক্লাব কোটা বা ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হবেন ১২ পরিচালক, তাই ১৫ জনের নির্বাচনে পরাজিত হবেন ৩ জন। আর বিজয়ী হবেন ১২ জন। এখন প্রশ্ন...