আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কখনো হোয়াইটওয়াশের স্বাদ পায়নি বাংলাদেশ। তবে চলমান সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে টাইগাররা। তাই বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে প্রথমবার হোয়াইটওয়াশের। সেই লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ (রোববার) মুখোমুখি হয়েছে দুই দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে বোলিংয়ে নেমে আফগানিস্তানকে দেড়শোর আগেই আটকে দিয়েছে টাইগাররা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের প্রথমবার হোয়াইটওয়াশ করতে ১৪৪ রান প্রয়োজন জাকের আলীদের। এদিন বোলিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারে প্রথম আঘাত হানে বাংলাদেশ। ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে ক্যাচ আউটের শিকার বানিয়ে প্যাভিলিয়নে ফেরান এই পেসার। ৬ বলে ৭ রান করে ফেরেন ইব্রাহিম। পরের ওভারেই দ্বিতীয় আঘাত হানে বাংলাদেশ। এবার...