০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ইহুদি বিশ্বাস করেন, ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করেছে। তাদের অনেকেরই বিশ্বাস, ইসরায়েল ফিলিস্তিনি উপত্যকায় গণহত্যা চালিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে বলে মনে করেন প্রায় এক-তৃতীয়াংশ মার্কিন ইহুদি। গত শনিবার প্রকাশিত ওয়াশিংটন পোস্টের করা একটি জরিপের ফলাফলে এমনটি জানা যায়। জরিপটি গাজায় দুই বছর ধরে চলা ইসরায়েলের বর্বর হামলার প্রেক্ষাপটে মার্কিন ইহুদিদের মনোভাব তুলে ধরেছে। ২ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে চালানো এ জরিপে ৮১৫ জন মার্কিন ইহুদি অংশ নেন। জরিপের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, মার্কিন ইহুদিদের ৬১ শতাংশ বলেছেন, তারা মনে করেন গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে। শুধু তাই নয়, তাদের মধ্যে প্রতি ১০ জনের চারজন বিশ্বাস করেন, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের ওপর...