কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির শঙ্কা নিয়ে নারী বিশ্বকাপে চলছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই। বিশ্বকাপের মূল আয়োজক ভারত হলেও, পাকিস্তানের ম্যাচগুলো রাখা হয়েছে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার কলম্বোয়। ফলে ভারতকেও খেলতে যেতে হলো দেশটিতে। খেলার শুরুতেই হাত না মেলানোর মতো নাটকীয়তা দেখা গেছে টসের সময়। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা খান। দুই দলের লড়াইয়ের মাঝেই এবার হাজির হয়েছে নতুন প্রতিপক্ষ ‘মশা’। ছেলেদের এশিয়া কাপে ৩বার ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান । ৩বারই শেষ হাসি হেসেছে সূর্যকুমার যাদবের ভারত। তবে প্রতিবারই খেলার ফলাফল কে ছাপিয়ে আলোচিত হয়েছে দুই দলের ক্রিকেটারদের বিতর্কিত কর্মকান্ড। আজকের ম্যাচের ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২২ রানে ব্যাট করছিল ভারত। পরের ওভারেই ঝাঁকে ঝাঁকে মশা ঘিরে ধরে ক্রিজের আশপাশে থাকা ক্রিকেটারদের। এক পর্যায়ে স্পিনার নাশরা...