লা লিগায় এবার যে ধারায় এগোচ্ছিল বার্সেলোনা, তাতে অনেকেই ভেবেছিলেন চ্যাম্পিয়নরাই হয়তো আবার শীর্ষে ফিরবে। কিন্তু আজ রবিবার (০৫ অক্টোবর) রাতে সেভিয়ার মাঠে সেই আশা ভেঙে চুরমার হয়ে গেল। ৪-১ গোলের বড় পরাজয়ে লজ্জায় ডুবল হানসি ফ্লিকের দল। শেষ হয়ে গেল তাদের অপরাজিত থাকার ধারা। ম্যাচের শুরু থেকেই ছন্দহীন ছিল বার্সেলোনা। মাত্র ১৩ মিনিটের মাথায় নিজেদের ডি-বক্সে রোনাল্ড আরাউখোর সঙ্গে বলের লড়াইয়ে পড়ে যান সেভিয়ার ফরোয়ার্ড আইজাক রোমেরো। রেফারি দ্বিধাহীনভাবে বাঁশি বাজান পেনাল্টির জন্য। সাবেক আর্সেনাল তারকা আলেক্সিস সানচেজ ঠান্ডা মাথায় গোলরক্ষক ভইচেখ শেজনিকে ভুল পথে পাঠিয়ে বল জালে জড়ালে এগিয়ে যায় সেভিয়া (১-০)।আরো পড়ুন:ভিনি-এমবাপ্পের শীর্ষে রিয়ালআলভারেজের হ্যাটট্রিকে অ্যাটলেটিকোর স্বস্তির জয় এরপরও বার্সা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিতে পারেনি। ৩৭তম মিনিটে আবারও আলোচনায় রোমেরো। দারুণ ফিনিশিংয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন...