বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাকই করেছিলেন। আড়াইশ পেরোনোর আগেই আটকে দিয়েছিলেন ভারতকে। কিন্তু রান তাড়ায় নেমে ব্যর্থতার পুনরাবৃত্তি করলেন পাকিস্তানের ব্যাটাররা। সহজ লক্ষ্য কঠিন করে হারল ৮৮ রানের ব্যবধানে। এ নিয়ে বিশ্বকাপে টানা দুটি ম্যাচ হারল পাকিস্তান। আজ সোমবার (৫ অক্টোবর) নারী বিশ্বকাপে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে ভারত। জবাব দিতে নেমে ৪৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে পেরেছে পাকিস্তান। রান তাড়ায় শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। একের পর এক উইকেট হারায় তারা। এতে সহজ লক্ষ্যও কঠিন করে তুলে মুনিবা আলী-ফাতিমা সানারা। মাত্র ২৬ রানেই ৩ উইকেট হারানোর পরে চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর লড়াই করেন সিদরা আমিন ও নাতালিয়া পারভেজ। ৯৬ বলে ৬৯ রানের জুটি গড়েন তারা। নাতালিয়াকে...