শারজাহের রাতের আলোয় তৃতীয় টি-২০ ম্যাচে বাংলাদেশের টাইগাররা কায়েম করেছেন আধিপত্য। সিরিজ ইতিমধ্যেই নিশ্চিত, এবার লক্ষ্য—আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা। টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ শুরু থেকে সেই লক্ষ্যেই এগোচ্ছে। আফগানিস্তান ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে, যেখানে সর্বোচ্চ ৩২ রান আসে দারউইস রাসুলির ব্যাট থেকে।ব্যাটিংয়ে বাংলাদেশ এখন টার্গেটের দিকে বেশ ভালোভাবেই এগোচ্ছে। ১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ ১০৯ রান। এশিয়া কাপে বাংলাদেশের হয়ে দুর্দান্ত খেলা সাইফ হাসান অপরাজিত আছেন ৩৯ রানে। টাইগারদের হাতে এখন মাত্র ৩৬ বল এবং ৩৬ রানের সমীকরণমাঠের দৃশ্যপট অনুযায়ী আফগানিস্তানও অবশ্য খুব দূরে নেই। টানা ২ উইকেট তাদের ম্যাচে ফিরিয়েছে। বাংলাদেশ নিয়ন্ত্রণ বজায় রেখে হোয়াইটওয়াশের পথে যদিও এগোচ্ছে তবে ম্যাচে এখনো অনেক কিছুই হতে পারে।শারজাহ স্টেডিয়ামে বাকি ম্যাচের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীদের চোখ এখন...