লিসা ক্যাটালানো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান মাতেওর বাসিন্দা। মাত্র কয়েক সপ্তাহ আগেও ৪২ বছর বয়সী এই নারীর দিন কাটত ডেটিং অ্যাপ ব্যবহার করে, একাকী, হতাশা ও ক্লান্তি নিয়ে। বন্ধুবান্ধব ও পরিবারের পক্ষ থেকে প্রচুর সংশয় প্রকাশ করা সত্ত্বেও ক্যাটালানো তার হাসিখুশি মুখে তোলা একটি ছবি সন্নিবেশিত ছয়টি বিশাল বিলবোর্ড হাইওয়ে ১০১-এ ঝুলিয়ে দেন। এসব বিলবোর্ডে যোগ্য স্বামীর সন্ধান চান বলে ঘোষণা দেন। এরপর থেকে তার পরিস্থিতি বদলে যেতে শুরু করে। সান্তা ক্লারা-সান ফ্রান্সিসকো সড়কে গাড়ি চালানোর সময় যে কেউ এখন বিলবোর্ডগুলো দেখতে পান। তবে তার এই ভাইরাল খ্যাতি অসংখ্য জটিলতা তৈরি করছে। দুই হাজার ২০০ জনেরও বেশি লোক তার সঙ্গে যোগাযোগ করেছেন, যাদের অনেকেই অনলাইনে তাকে বিদ্রূপ ও উপহাস করতে বেশি আগ্রহী, কিংবা আরও খারাপ কিছু। তবে তিনি যে বার্তা...