কলম্বোতে নারী বিশ্বকাপে পাকিস্তানকে ৮৮ রানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। হারমানপ্রীত করদের ছুঁড়ে দেওয়া ২৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। এটি ভারতের টানা দ্বিতীয় জয়, আর পাকিস্তানের দ্বিতীয় পরাজয়। তাতে বাংলাদেশও পেয়ে গেল একটা দুঃসংবাদ। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তানকে শুরু থেকেই চেপে ধরেন ভারতীয় পেসাররা। রেনুকা সিং আর ক্রান্তি গৌড়ের সুইং-সিমে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের টপ অর্ডার। সিদরা বাদে টপ অর্ডারের চার ব্যাটারের ৩ জনই দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হন। ২৬ রানে ৩ উইকেট খুইয়ে বসে পাকিস্তান। এরপর কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন সিদরা আমিন ও নাটালিয়া পারভেজ। দু’জন মিলে চতুর্থ উইকেটে ৬৯ রানের জুটি গড়লেও সেটিই ছিল পাকিস্তানের শেষ ভরসা। ৩৩ রান করা নাটালিয়ার বিদায়ে এই জুটি ভাঙতেই তাসের ঘরের মতো...