বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নবনির্বাচিত ৭১ সদস্যের নির্বাহী কমিটির অনুমোদন দিয়েছেন দলের সভাপতি হাসনাত আবদুল কাইয়ূম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন। গত ৩ অক্টোবর রাজধানীর জোয়ার সাহারার এসএকে মিলনায়তনে বিশেষ প্রতিনিধি সম্মেলনে এ কমিটি নির্বাচিত হয়। এ সময় সর্বসম্মতিক্রমে দলের সংস্কার হওয়া গঠনতন্ত্র অনুমোদন করা হয়। রবিবার (৫ অক্টোবর) দলের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতন্ত্রে দলের নামের শুরুতে বাংলাদেশ শব্দ যুক্ত করা হয়। জাতীয় সমন্বয় কমিটির পরিবর্তে জাতীয় কমিটি এবং নির্বাহী কমিটিতে সভাপতি ও সেক্রেটারি পদ্ধতি গ্রহণ করা হয়। দলের নির্বাহী কমিটিসহ সব কমিটিতে দ্রুত সময়ের মধ্যে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের সিদ্ধান্ত নেওয়া হয়। কোনও ছাত্র, যুব, পেশাজীবী অঙ্গ সংগঠনের বা প্রবাসে কোনও শাখা না রাখার সিদ্ধান্ত নতুন গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করা হয়। সম্মেলনে...