নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি প্রতিষ্ঠানে উদ্যোক্তা পরিচালকদের হাতে থাকা শেয়ার বেড়েছে। জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে তাদের বিনিয়োগের এই বৃদ্ধি বাজারে নতুন আশাবাদের সঞ্চার করেছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলো হলো— বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, এনসিসি ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স এবং এসবিএসি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার এবং পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ টাকা। কোম্পানিটির শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৫৯.৮৯ শতাংশ, যা আগস্ট মাসে ০.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০.১৩ শতাংশে। এছাড়া, আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫.৩৩শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৪.৫৪ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৯৬টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১১০ কোটি...