বাংলাদেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল-মাদ্রাসা ও প্রাথমিক-ইবতেদায়ির শিক্ষকরা এখন কঠিন বাস্তবতায় জীবন পার করছেন। দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বেতনে জীবনযাপন করা এই মানুষগুলো মর্যাদাহীনতা, আর্থিক অনিশ্চয়তা ও প্রাতিষ্ঠানিক অবহেলার বোঝা বইছেন বছরের পর বছর। কেউ মাসে পান মাত্র ১১ হাজার টাকা বেতন, বাড়িভাড়ার ভাতা মাত্র ৫০০ টাকা। চিকিৎসা ভাতা তো নামমাত্র। অনেকে সংসার চালাতে ঋণের জালে জড়িয়েছেন, আবার কেউ অবসরের চার বছর পার করেও পেনশনের টাকা না পেয়ে অপেক্ষার প্রহর গুনছেন। এমন অবস্থায় তরুণ প্রজন্ম ক্রমেই মুখ ফিরিয়ে নিচ্ছে শিক্ষকতা পেশা থেকে। পরিসংখ্যান বলছে, সারা দেশে এখন প্রায় তিন লাখ ৮০ হাজার প্রাথমিক সহকারী শিক্ষক রয়েছেন। শিশুশিক্ষার ভিত্তি তৈরির দায়িত্ব তাদের হাতে, অথচ তারা নিজেরাই রয়েছেন নানা আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক মর্যাদার সংকটে। গত এক দশকে তারা বারবার দাবি তুলেছেন—বেতন কাঠামো উন্নতকরণ,...