কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজে সহকারী শিক্ষক পদে জাল সনদে চাকুরী নেওয়ার অভিযোগে কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিদ্যালয়টির গভর্নিং বডির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।আজ দুপুরে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির কার্যনির্বাহী সভায় তাকে স্থায়ী বহিষ্কার সিধান্ত গ্রহণ করা হয়। কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের এই নেত্রী জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবের স্ত্রী। আওয়ামীলীগ নেত্রী আফরোজা আক্তার ডিউ ২০১২ সালের ১৮ অক্টোবর কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রাপ্ত হন। নিয়োগ পেতে তিনি দারুল ইহসান নামে একটি কথিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ইংরেজী সাহিত্য থেকে পাস করা অনার্স ও মাস্টার্সের সনদ দাখিল করেন।দীর্ঘদিন ধরে জাল সনদে চাকুরীরত থাকলেও প্রভাব খাটিয়ে ছিলেন ধরা...