সদ্য সমাপ্ত এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা খুইয়েছে পাকিস্তান। টুর্নামেন্টের সবমিলিয়ে তিন ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে ফাইনালসহ সবগুলো ম্যাচেই হেরেছে পাকিস্তান। এবার নারী বিশ্বকাপেও ভারতের কাছে হারল দলটি। রোববার (৫ অক্টোবর) নারী বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচে হারমানপ্রীত করদের কাছে ৮৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে ফাতিমা সানার দল। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে ভারত। দলের পক্ষে ফিফটির দেখা পাননি কেউ। সর্বোচ্চ ৬৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন হারলিন দিওল। দ্বিতীয় সর্বোচ্চ ২০ বলে ৩৫ রান করেন রিচ ঘোষ। এছাড়া জেমিমাহ রদ্রিগেজ ৩৭ বলে ৩২, প্রতিকা রাওয়াল ৩৭ বলে ৩১, দীপ্তি শর্মা ৩৩ বলে...