দ্য ইনস্টিটিউট ফর পলিসি, গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (IPGAD) আয়োজিত গ্লোবাল ডিসকোর্স সিরিজ-এর সর্বশেষ পর্বে ৫ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল আলোচনা, যার কেন্দ্রবিন্দু ছিল নেপালের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং তার আঞ্চলিক প্রতিফলন। “নেপালের বর্তমান রাজনৈতিক সংকট : দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক পরিসরে এর প্রভাব” শিরোনামের এ ওয়েবিনারে অংশ নেন বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ, কূটনীতিক ও নীতি বিশেষজ্ঞরা। আলোচনার সূত্রে উঠে আসে— নেপালের এই অস্থিরতা আসে— আঞ্চলিক শক্তির ভারসাম্য, বাণিজ্য, এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার কাঠামোতে নতুন মাত্রা সংযোজন করছে। ওয়েবিনারটির উদ্বোধনী বক্তব্য দেন ড. ইশারফ হোসেন, প্রেসিডেন্ট, এমডব্লিউআরসি মালয়েশিয়া ও চেয়ারম্যান, আইপিজিএডি। তিনি বলেন, নেপালের এই রাজনৈতিক সংকট একক কোনো ঘটনা নয়; এটি এমন এক ভূরাজনৈতিক সঙ্কটবিন্দুতে অবস্থিত, যেখানে ভারত ও চীনের কৌশলগত প্রভাব...