আওয়ামী লীগ সরকারের শাসনামলে স্বৈরাচারবিরোধী আন্দোলনে একসঙ্গে রাজপথে থাকা সমমনা রাজনৈতিক দলগুলোকে এবার প্রতিদান দিতে চাইছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলের হাইকম্যান্ড সিদ্ধান্ত নিয়েছে যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে সমন্বয় করেই নির্বাচনে অংশ নেবে দলটি। এজন্য কিছু আসন ছাড় দিতেও প্রস্তুত বিএনপি। বিএনপির একাধিক শীর্ষ নেতা জানান, বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে কাঁধে কাঁধ মিলিয়ে থাকা শরিক দলগুলোকে আসন ভাগাভাগির মাধ্যমে নির্বাচনে পাশে রাখতে চায় দলটি। এ লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চাওয়া হয়েছে মিত্র দলগুলোর কাছ থেকে। ইতোমধ্যে বেশ কয়েকটি দল বিএনপির কাছে তাদের প্রার্থীদের তালিকা জমা দিয়েছে। আগামী দু-এক দিনের মধ্যেই আরও কয়েকটি দল তালিকা জমা দেবে বলে জানা গেছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর এক কেন্দ্রীয় নেতা জানান, তারা বিএনপির কাছে প্রায় ১৫টি আসন চাইবে। একইভাবে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি...