লিভারে অল্প ফ্যাট থাকা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত ফ্যাট জমে গেলে তা লিভারের কার্যক্ষমতাকে ব্যাহত করতে পারে। চিকিৎসা না করলে সমস্যা সিরোসিস বা লিভার ক্যানসারে পর্যন্ত গড়াতে পারে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (NAFLD) এখন সাধারণ সমস্যা। এটি সাধারণত অতিরিক্ত ওজন, ডায়াবেটিস, অস্বাস্থ্যকর খাদ্য ও অনিয়মিত জীবনযাপনের কারণে হয়। প্রাথমিক পর্যায়ে লক্ষণ কম থাকে। তবে ধীরে ধীরে দেখা দিতে পারে: পায়ে ফোলাভাব শনাক্তের উপায়:যেখানে ফোলাভাব, সেখানে আঙুল দিয়ে চাপ দিন। যদি চাপ সরানোর পরও দাগ থাকে, সেটি হলো...