ভারতের উত্তরাখণ্ডে ‘মিস ঋষিকেশ’ সুন্দরী প্রতিযোগিতার রিহার্সেলে (অনুশীলন) ছোট পোশাক পরে আসায় মডেলদের শাসিয়েছেন ‘হিন্দু শক্তি সংগঠন’ নামে একটি দলের নেতাকর্মীরা। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (৩ অক্টোবর) লায়ন্স ক্লাব ঋষিকেশের আয়োজনে রিহার্সেল চলাকালে সংগঠনটির রাজ্য সভাপতি রাঘবেন্দ্র ভাটনগরসহ কয়েকজন নেতাকর্মী সেখানে প্রবেশ করে মডেলদের পোশাক নিয়ে আপত্তি তোলেন। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, রাঘবেন্দ্র ভাটনগর মডেলদের সঙ্গে তর্ক করছেন এবং বলেন, ‘ঋষিকেশের সংস্কৃতিকে নষ্ট করবেন না। এটি আমাদের সংস্কৃতি নয়।’ জবাবে এক মডেল বলেন, ‘পোশাক নিয়ে কিছু বলার আগে দোকানগুলোতে ছোট পোশাক বিক্রি বন্ধ করুন।’ তর্কের একপর্যায়ে রাঘবেন্দ্র বলেন, ‘বাড়িতে আপনারা যা খুশি তাই...