নাগরিকদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তুলে দিতে ২ কোটি ৩৬ লাখের বেশি ‘ব্ল্যাংক কার্ড’ আনার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কার্ড সরবরাহের ঘাটতি দূর করতে এই মাসেই ফ্রান্সে গিয়ে গুণগত মান যাচাই করবেন একজন নির্বাচন কমিশনার ও প্রকল্প পরিচালক। অক্টোবর থেকেই প্রতি মাসে নির্ধারিত পরিমাণ কার্ড দেশে আসা শুরু হবে বলে আশা করা হচ্ছে।দেশে এখন মোট ভোটার প্রায় ১২ কোটি ৬৩ লাখ। এর মধ্যে ৮ কোটি ৮৭ লাখ ১৩ হাজার স্মার্ট কার্ড মুদ্রিত হয়েছে, যা উপজেলা পর্যায়ে ৮৪ শতাংশ বিতরণ সম্পন্ন। তবে এখনো প্রায় চার কোটি নাগরিক স্মার্ট কার্ডের অপেক্ষায় আছেন।ইসি কর্মকর্তারা জানিয়েছেন, কার্ড সরবরাহে সেনাবাহিনীর সহায়তায় ২ কোটি ৩৬ লাখ নতুন ‘ব্ল্যাংক কার্ড’ কেনা হচ্ছে। এর ফলে মুদ্রণ ও বিতরণ কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।এ বিষয়ে...