নানা আলোচনা-সমালোচনা, অভিযোগ পাল্টা অভিযোগ, নির্বাচন বয়কট—এসবের ফাঁকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। আর স্রেফ কয়েক ঘন্টা বাকি নির্বাচনের। এরপরই দেশের ক্রিকেটের দায়িত্ব যাবে নতুন করে নির্বাচিতদের কাছে। বিসিবি নির্বাচন কীভাবে হয়, কারা দেন ভোট আর কয় বছর পর হয় নির্বাচন–এমন প্রশ্ন দোল খেলছে অনেক সমর্থকের মনে। চলুন সেসব প্রশ্নের উত্তর মেলানো যাক… বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় বিসিবি নির্বাচন। বিসিবি নির্বাচনে তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হন। আর দুজন পরিচালক মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সবমিলিয়ে মোট ২৫ জন পরিচালক থাকেন। এরমধ্যে ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে নির্বাচিত হন ১০ জন পরিচালক। ক্যাটাগরি-২ (ঢাকাভিত্তিক ক্লাব) থেকে নির্বাচিত হন ১২ জন পরিচালক ও ক্যাটাগরি-৩ (অন্যান্য) থেকে নির্বাচিত হন একজন...