সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে তাদের ১৪৩ রানে থামিয়েছে বাংলাদেশ। ৯ উইকেটে আফগানরা সংগ্রহ করেছে ১৪৩ রান।নাসুম আহমেদ-শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল আফগানরা। তিন অঙ্ক ছোঁয়ার আগে ৮ উইকেট হারায় আফগানিস্তান। শেষ পর্যন্ত ১৪৩ রানে থেমে তাদের ইনিংস। টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত একেবারেই সঠিক প্রমাণিত হয় বাংলাদেশের জন্য। শুরুটা করেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ইনিংসের তৃতীয় ওভারেই আফগানিস্তানের ওপেনিং জুটি ভাঙেন তিনি। মাত্র ৭ রানে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন। অন্যপ্রান্তে থাকা গুরবাজও বেশি কিছু করতে পারেননি, করেন মাত্র ১২ রান। সেরা ছন্দে ছিলেন বাংলাদেশের বোলাররা। স্পিনে নাসুম আহমেদ আর মিডল ওভারে সাইফউদ্দিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। সেদিকুল্লাহ অটল একটু সময় নিয়েও থিতু হতে পারেননি, ২৩ বলে করেন ২৮ রান। এরপর...