মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হারের পর আরও একটি পরাজয় দেখল পাকিস্তান। ভারতের মেয়েদের কাছে পাত্তাই পেল ফাতিমা সানার দল। ৮৮ রানের বড় পরাজয় দেখেছে তারা। অন্যদিকে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে হারমানপ্রীত কৌরের দল। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে ভারত। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৪৭ রান করে তারা। জবাবে নেমে ৪৩ ওভারে ১৫৯ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন হারলান দেওল। রিচা ঘোষ ৩৫, জেমিমাহ রদ্রিগেজ ৩২, এবং প্রাতিকা রাওয়াল ৩১ রান করেন। এছাড়া দিপ্তী শর্মা ২৫, স্মৃতি মান্ধানা ২৩ এবং স্নেহ রানা ২০ রান করেন। পাকিস্তান বোলারদের মধ্যে দিয়ানা বেগ ৪ উইকেট নেন। সাদিয়া ইকবাল ও...