বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী মিহি আহসান টেলিভিশন নাটকে নানা চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করে নিয়েছেন। কিন্তু পর্দার বাইরে এ অভিনেত্রী বাস্তব জীবন বেশ কঠিন ও তিক্ততায় পূর্ণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার জীবনযুদ্ধের গল্পই জানালেন অভিনেত্রী। ‘তারাবেলা’ অনুষ্ঠানে মিহি আহসান নিজের জীবনের অজানা গল্প শোনালেন। এর আগে ২০১৭ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন মিহি আহসান। বর্তমানে অভিনেত্রী নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন। একক ও ধারাবাহিক নাটকের শুটিং ঘিরেই তার সব ব্যস্ততা বলে জানান অভিনেত্রী। বিয়ের প্রসঙ্গে মিহি আহসান বলেন, আমি বিয়ের পর জানতে পারি, আমার সাবেক স্বামী এরই মধ্যে আরেকজনকে বিয়ে করেছে। তখন মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে। তিনি বলেন, আমি কাউকে কিছু না বলে চুপচাপ সরে যাই। তিনি বলেন, কোনো নাটক করি না, কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করি...