০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব রাদের মহাগ্রন্থ আল-কুরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা এবং অবিলম্বে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন চট্টগ্রামের আলেমদের প্রতিনিধিত্বকারী সংগঠন হাটহাজারী ওলামা পরিষদ। রবিবার (৫ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে হাটহাজারী ওলামা পরিষদ এ দাবি জানায়। ওলামা পরিষদের সভাপতি ও হাটহাজারী মাদরাসার সিনিয়র মুফতী ও মুহাদ্দিস মুবাল্লিগে ইসলাম আল্লামা মুফতী জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদ বলেন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব রাদের মহাগ্রন্থ আল-কুরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম জনতার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। ওই শিক্ষার্থী নিজেই তার ফেসবুক প্রোফাইলে কুরআন অবমাননার ভিডিও চিত্র প্রচার করে আরো বড় অপরাধ করেছেন। এতে বোঝা যায়, এ কাজ তিনি সজ্ঞানে করেছেন। আমরা এ ঘটনার...