এর আগের ম্যাচে ভারতের ব্যাটিংয়ে স্মৃতি মন্ধানা ৩২ বল খেলে করলেন ২৩ রান। অধিনায়ক হরমনপ্রীত কৌর ৩৪ বলে করেছেন ১৯ রান। একমাত্র হার্লিন দেওল ৬৫ বলে ৪৬ রান করেন। পাকিস্তানের হয়ে বল হাতে চারটে উইকেট নেন ডায়না বেগ। দুটি করে উইকেট নেন সাদিয়া ইকবাল, ফাতিমা সানা। একটি করে উইকেট নেন রামিন শামিম ও নাশরা সান্ধু। ব্যাটিংয়ে...