এক সঙ্গে সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, বাসস্থান একটি মৌলিক মানবাধিকার। আমাদের সবারই এমন একটি বাসস্থান প্রাপ্য যা নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সুরক্ষিত। আমাদের গ্রামাঞ্চল, শহর, নদী, বন, সবই একই আবাসস্থল এবং একসাথে আমাদের ভবিষ্যৎ গঠন করে। টেকসই উন্নয়ন ছাড়া আমাদের একটি শক্তিশালী বাসস্থান থাকতে পারে না এবং আমরা একটি সমৃদ্ধ জাতি গড়ে তুলতে পারি না। বিশৃঙ্খল নগর উন্নয়ন এবং জলবায়ু ঝুঁকির আজকের চ্যালেঞ্জগুলি সাহসী, তাৎক্ষণিক পদক্ষেপের দাবি করে। তিনি বলেন, এই বিশ্ব বসতি দিবসে, সমাধানের জন্য আমি বিএনপির ৩১-দফা পরিকল্পনাকে আমাদের রোডম্যাপ হিসেবে পুনর্ব্যক্ত করতে চাই। আজ, আমরা দুটি প্রতিশ্রুতির ওপর জোর দিচ্ছি: দফা ২৯:...