গত কয়েক বছরে ইউরোপের রাজনীতিতে ডানপন্থী ও অতিডানপন্থী দল ও নেতাদের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইতালিতে জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন জোট সরকার থেকে শুরু করে জার্মানির ‘Alternative für Deutschland’ (AfD), অস্ট্রিয়ার ফ্রিডম পার্টি, ফ্রান্সের ‘National Rally’, নেদারল্যান্ডসের ডানপন্থী শক্তির উত্থান এবং সম্প্রতি ব্রিটেনে রিফর্ম ইউকে এর রাজনৈতিক অবস্থান সবই ইঙ্গিত দিচ্ছে যে ইউরোপের রাজনৈতিক কেন্দ্র ক্রমশ চাপের মুখে পড়ছে। এ দলগুলো অভিবাসন নিয়ন্ত্রণ, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, কঠোর বাণিজ্যনীতি এবং স্বার্থনির্ভর পররাষ্ট্রনীতিকে অগ্রাধিকার দিচ্ছে। এ অবস্থায় বাংলাদেশের জন্য, যা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি বড় রফতানিকারক ও কৌশলগত অংশীদার, ঝুঁকি মোকাবিলায় নীতি নির্ধারণ জরুরি। প্রথমত, পশ্চিমা বিশ্ব তথা ইউরোপে ডানপন্থী শক্তির উত্থান কীভাবে বাইরের দেশগুলোর ওপর প্রভাব ফেলে, তা বোঝা প্রয়োজন। ডানপন্থী আন্দোলনের ফলে বাণিজ্যনীতি ও বিশেষ সুবিধা কম পূর্বাভাসযোগ্য হয়ে উঠছে। অনেক ইউরোপীয়...