বাগেরহাটে বিএনপি নেতা ও সাংবাদিক এ এস এম হায়াত উদ্দিন হত্যাকাণ্ডের দুই দিন পর থানায় মামলা হয়েছে। রোববার সন্ধ্যায় তাঁর মা হাসিনা বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেছেন। এতে মো. ইসরাইল মোল্লাকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ১০-১২ জনকে।এদিকে হায়াত উদ্দিন হত্যাকাণ্ডের আরও কিছু তথ্য পাওয়া গেছে। একাধিক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, শুক্রবার সন্ধ্যায় হায়াত নিজ বাড়ির কাছেই সিদ্দিকের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। হঠাৎ তিনটি মোটরসাইকেলে করে ছয়-সাতজন সন্ত্রাসী এসে তাঁকে ঘিরে ধরে। তাদের একজন তাঁকে জিজ্ঞেস করে, ‘তুই কোন হাত দিয়ে লিখিস, সেই হাতটা একটু দেখা।’ বলেই দুর্বৃত্তরা এলোপাতাড়ি কোপাতে শুরু করে হায়াত উদ্দিনকে।হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি সম্প্রতি অনুষ্ঠিত বাগেরহাট পৌর বিএনপির...