সুযোগ ছিল রিয়াল মাদ্রিদকে টপকে লিগ টেবিলের শীর্ষে ওঠার। কিন্তু পেনাল্টি মিস করে হতাশা বাড়ালেন রবার্ট লেভানডফস্কি। উজ্জীবিত পারফরম্যান্সে শিরোপাধারীদের উড়িয়ে দিল সেভিয়া। প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচে ৪-১ গোলে হেরেছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে প্রথম আট ম্যাচে অপরাজিত থাকার পর টানা দ্বিতীয় হারের স্বাদ পেল হান্সি ফ্লিকের দল। গত বুধবার চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে পিএসজির বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা। চোট আক্রান্ত লামিন ইয়ামাল ও রাফিনহাকে ছাড়া খেলতে নামা বার্সেলোনা গোলের জন্য ১৭টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৮টি। সেভিয়ার ১৩ শটের ৫টি লক্ষ্যে ছিল। রোমেরোকে বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্দ আরাউহো বক্সে ফেলে দিলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। ১৩ মিনিটে সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন সানচেজ। ৩৬ মিনিটে মাঝমাঠে বার্সেলোনা ডিফেন্ডার জুল কুন্দে বলের নিয়ন্ত্রণ হারানোর পর, আক্রমণে...