মহালয়ার পর থেকেই টানা বৃষ্টি, নিম্নচাপ, জলমগ্ন রাস্তা—সব মিলিয়ে এবারের দুর্গাপুজোর আগেই চিন্তা দেখা দিয়েছিল ব্যবসায়ী মহলে। কিন্তু সব আশঙ্কা উড়িয়ে দিয়ে রাজ্যের দুর্গাপুজো ঘিরে ব্যবসা পৌঁছে গেছে প্রায় ৬৫ হাজার কোটি রুপিতে। গত বছরের তুলনায় বৃদ্ধি প্রায় ৮ থেকে ১০ শতাংশ। মহালয়ার পর ভারী বৃষ্টির মধ্যেও এবারের দুর্গাপুজোয় পশ্চিমবঙ্গে ব্যবসা ছুঁয়েছে ৬৫ হাজার কোটি। রাজ্যের মোট জিডিপির প্রায় ৪ শতাংশ আসে দুর্গাপুজো ঘিরে অর্থনৈতিক কার্যকলাপ থেকে। কলকাতার অবদান সর্বাধিক, রাজ্যের পুজো ব্যবসার প্রায় দুই-তৃতীয়াংশই মহানগরকেন্দ্রিক। রেস্তোরাঁ, মল, প্যান্ডেল নির্মাণ, পোশাক ও অনলাইন বাজার মিলিয়ে রাজ্যের উৎসব-অর্থনীতি এই বছরও রেকর্ড ছুঁয়েছে। অর্থনীতিবিদদের হিসাবে, কলকাতার অবদানই এই ব্যবসার প্রায় ৬৫-৭০ শতাংশ, অর্থাৎ প্রায় ৪২ হাজার কোটি রুপি বেশি। বাকি অংশ রাজ্যের অন্যান্য জেলায় ছড়িয়ে রয়েছে। বৃষ্টির ধাক্কা সামলেও দুর্গাপুজো-কেন্দ্রিক এই বিপুল...