এশিয়া কাপে ছেলেদের ক্রিকেটের পুনরাবৃত্তি হলো বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মেয়েদের লড়াইয়েও। টসের সময় ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌর হাত মেলালেন না পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে। ম্যাচ শেষেও হলো না দুই দলের করমর্দন। এর মাঝে মাঠের লড়াইও হলো একতরফা। উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে লড়াই জমেনি একটুও। কলম্বোয় রোববার পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত। এই সংস্করণে পাকিস্তানের বিপক্ষে একক আধিপত্য ধরে রেখে ১২ ম্যাচের সবকটি জিতল ভারতের মেয়েরা। এর পাঁচটি বিশ্বকাপে। আসরে প্রথম দুই ম্যাচেই হারল পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে হেরে শুরু হয়েছিল তাদের অভিযান। শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করা ভারত পেল টানা দ্বিতীয় জয়। আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত শেষ বলে অলআউট হয় ২৪৭ রানে। সর্বোচ্চ ৪৬ রান করেন হারলিন দেওল। ৩ চার ও ২ ছক্কায় ২০ বলে ৩৫...