০৫ অক্টোবর ২০২৫, ১০:২৩ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১০:২৬ পিএম বল হাতে আবারও নিজেদের মেলে ধরলেন নাসুম-সাকিব-সাইফউদ্দিনরা। আফগানিস্তানকে হোয়াইটওয়াশের জন্য বাংলাদেশও পেল তুলনামূলক সহজ লক্ষ্য। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৪৪ রানের লক্ষ্য পেয়েছে টাইগাররা। শেষ দুই উইকেটে ৪৫ রান যোগ করে আফগানিস্তান। ৩ ওভারে ১৫ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মোহাম্মাদ সাইফউদ্দিন। টানা দুই বলে উইকেট নিয়ে আফগানদের বিপদে ফেলে দেওয়া তানজিম হাসান সাকিব ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ২ উইকেটই। একই বোলিং ফিগার নামুস আহমেদেরও। একটি করে নেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। দুজনই ওভারপ্রতি রান দেন ছয়ের উপরে। রিশাদ ছিলেন বেশিই খরুচে। ৪ ওভারে এই লেগ স্পিনার দেন ৩৯ রান। সারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস জিতে বল বেছে নেন বাংলাদেশ অধিনায়ক জাকের...