জাতীয় ঐকমত্য কমিশনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, “জুলাই সনদ বাস্তবায়নে সবাই একমত হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অহেতুক সাংবিধানিক বিতর্ক তুলে বারবার জটিলতা তৈরি করা হচ্ছে। সংবিধানের দোহাই দিয়ে যদি জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করা হয়, তবে আরেকটি অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে।” রবিবার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে সভা শেষে মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।আরো পড়ুন:জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: মামুনুল হকসাভারে শহীদ ছায়াদ হত্যায় ‘ভুয়া তথ্যে’ মামলার অভিযোগ পরিবারের জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: মামুনুল হক সাভারে শহীদ ছায়াদ হত্যায় ‘ভুয়া তথ্যে’ মামলার অভিযোগ পরিবারের দীর্ঘ বিরতির পর জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক রবিবার সকাল সাড়ে ১১টায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আবার...