রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৪ দিন ক্লাশ-পরীক্ষাসহ সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকার পর রোববার (৫ অক্টোবর) সকাল থেকে পুরোদমে সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। থেমে নেই রাকসু নির্বাচনের প্রার্থীরাও। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে প্রচারণায় নেমেছেন তারা। অচলাবস্থার পর আবার উৎসবমুখর ক্যাম্পাস। সরেজমিন দেখা যায়, রোববার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, একাডেমিক ভবনসহ বিভিন্ন দপ্তরের তালা খোলা। কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন। যথাসময়ে বাস চলাচল করতে দেখা গেছে। শিক্ষার্থীদের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। ক্লাসের ফাঁকে দলবেঁধে তারা আড্ডা দিচ্ছেন। ক্যাম্পাসের সব ভ্রাম্যমাণ দোকান খোলা হয়েছে। রাকসু নির্বাচনের বিভিন্ন প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে প্রচার চালাচ্ছেন। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটের আমতলায় শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করতে দেখা যায় ছাত্রদল...