ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বার্সেলোনার সঙ্গে আর্লিং হালান্ডের সম্ভাব্য ট্রান্সফার গুজব উড়িয়ে দিয়েছেন। গার্দিওলার মতে, নরওয়েজিয়ান স্ট্রাইকার ‘পরিষ্কারভাবে বোঝে’ যে এমন কিছু করবেন না যা তিনি অর্জন করতে চান না। হালান্ড সম্প্রতি ২০৩৪ সাল পর্যন্ত ম্যান সিটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন, যা বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনাকে প্রায় অসম্ভব করে তোলে। এই মৌসুমে হালান্ড ৮ ম্যাচে ১১ গোল করেছেন এবং ক্লাবের হয়ে আরও সাফল্য পেতে মুখিয়ে আছেন। বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে হালান্ডকে টপ ট্রান্সফার টার্গেটে রেখেছেন। কাতালান ক্লাবের পরিকল্পনা ছিল ২৫ বছর বয়সি তারকাকে লামিনে ইয়ামাল ও পেদ্রির সঙ্গে মিলিয়ে একটি শক্তিশালী দল গড়ে তোলা, কিন্তু হালান্ডের সিটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি এ পরিকল্পনাকে কঠিন করে তুলেছে। গার্দিওলা হালান্ডের বুদ্ধিমত্তা ও উচ্চাকাঙ্ক্ষা উল্লেখ করে বলেছেন, ‘আমি মনে করি...