ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, রোববার ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে আরও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার জাভা দ্বীপে অবস্থিত ওই বহুতল ভবনের একাংশ হঠাৎ ধসে পড়ে। শিক্ষার্থীরা দুপুরে জোহরের নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসারনাস)র অভিযানবিষয়ক পরিচালক ইউধি ব্রামান্তিও বলেছেন, রোববার ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে আরও ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘আমাদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত মোট ১৪৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৪৫ জন মৃত এবং ১০৪ জন জীবিত। এর আগে নিহতের সংখ্যা ৩৭ জন বলে জানানো হয়েছিল। উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজনের দেহাবশেষও রয়েছে। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নানাং...