প্রেম ও বিয়ে নিয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে ঘিরে গুঞ্জনের শেষ নেই। প্রায় এক দশকের ক্যারিয়ারে বহুবার আলোচনায় এলেও এসব নিয়ে খুব একটা কথা বলতে শোনা যায়নি তাঁকে। তবে সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অকপটে মুখ খুললেন তিনি। সেখানেই প্রথমবারের মতো স্বীকার করলেন নিজের খালাতো ভাইকে বিয়ে করার বিষয়টি। অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান পরীমনিকে প্রশ্ন করেন, ‘শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড (প্রেমিক)?’ জবাবে হাসতে হাসতে পরীমনি বলেন, ‘ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।’ এরপর জানতে চাওয়া হয়, তিনি কি বর্তমানে সিঙ্গেল? পরীমনি বলেন, ‘না।’ আবার সম্পর্ক আছে কি না জানতে চাইলে বলেন, ‘জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না।’ কেন করবে না? ‘আমি নিজেই বিশ্বাস করি...