২৯তম স্কুল হ্যান্ডবলে দুই বিভাগে রবিবার (৫ অক্টোবর) চ্যাম্পিয়ন হয়েছে সানিডেইল স্কুল। বালক বিভাগে দুই বছর আগেও চ্যাম্পিয়ন হয়েছিল সানিডেইল। তবে বালিকা বিভাগে ২০১৩ সালের পর আবারও সেরা হয়েছে সানিডেইল। পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রবিবার বালক বিভাগের ফাইনালে সানিডেইল ২৩-১৭ গোলে হারিয়েছে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়কে। বালিকা বিভাগের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সানিডেইল ১৪-১২ গোলে হারিয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে। বালক বিভাগে ঢাকা গভ. মুসলিম হাইস্কুলের মাহি প্রতিযোগিতার সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন। বালিকা বিভাগে সেরা গোলকিপার হয়েছেন ভিকারুননিসার আনজুম। বালক বিভাগে সানিডেইলের আহিয়ান আহমেদ প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। বালিকা বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন সানিডেইলের রাহা। বালক বিভাগে সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় এবং ঢাকা গভ. মুসলিম হাই স্কুল চতুর্থ স্থান এবং বালিকা...