সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে শারজায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশের লক্ষ্য সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা। আফগানিস্তান চায় জয় দিয়ে হোয়াইটওয়াশ এড়াতে। টস হেরে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান তুলেছে ৯ উইকেটে ১৪৫ রান। দারুণ বোলিং করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব। সাইফউদ্দিন ৩ ওভারে ১৫ রানে নেন ৩ উইকেট। সাকিব ২৪ রানে নেন ২ উইকেট। সিরিজ নিশ্চিত হওয়ায় বিশ্রাম দেওয়া হয় পেসার মোস্তাফিজুর রহমানকে। দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া শরিফুলের প্রথম ওভারেই ১১ রান হয়। তবে তৃতীয় ওভারে ফিরে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন। ইব্রাহিম জাদরানকে (৭) ফিরিয়ে। পরের ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে (৯ বলে ১২) আউট করেন নাসুম। ইনিংসের ষষ্ঠ ওভারে মাত্র ৪ রান দিয়ে ১ উইকেট নেন সাইফউদ্দিন।...