প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশের মিশনেও লেটার মার্ক তুললেন নাসুম আহমেদ-শরিফুল ইসলামরা। তাদের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল আফগানরা। তিন অঙ্ক ছোঁয়ার আগে ৮ উইকেট হারায় আফগানিস্তান। তাতে অলআউটের শঙ্কা জাগে। শেষ পর্যন্ত অলআউট না হলেও দেড়শর ছোঁয়ার আগেই থামে তাদের ইনিংস। শারজাহতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছেন রাসুলি। নতুন বলে ভালো বোলিং করেছেন শরিফুল ইসলাম। ইনিংসের তৃতীয় ওভারেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই বাঁহাতি পেসার। ইব্রাহিম জাদরানকে ৭ রানে ফিরিয়ে ২০ রানেই আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন শরিফুল। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ করেছেন ১২ রান। তিনে নেমে ভালো শুরু পেয়েছিলেন সেদিকুল্লাহ অটল। তবে উইকেটে থিতু হয়েও...