আমাকে মেরে ফেলে রিয়া মনিকে বিয়ে করতে চায় ম্যাক্স অভি- এমনই অভিযোগ করছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সম্প্রতি রাজধানীর আফতাব নগর এলাকায় হিরো আলমকে মারধর করে একদল দুর্বৃত্ত। আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর মারাত্মক আহত হন। হাসপাতালে ভর্তি হতে হয়। সুস্থ হয়ে শনিবার আফতাব নগরের ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। এরপর ফিরে মামলা করেন। এই মামলায় ম্যাক্স অভি ওরফে রিয়াজ অভিকে ৪ নম্বর আসামি করেন। এই মামলায় এক নম্বর আসামি করেছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর মিথিলাকে। হিরো আলমের দাবি মিথিলা ও ম্যাক্স অভি মিললে হিরো আলমকে মেরে ফেলার চেষ্টা চালিয়েছেন। রোববার গণমাধ্যমকে হিরো আলম...