রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় শের-ই-বাংলা পার্কে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। সারজিস বলেন, যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায় তা নির্বাচন কমিশনের তালিকায় কীভাবে থাকে? এটাতো তাদেরও রুচিবোধের প্রকাশ। আমাদের কেন বলে দিতে হবে একটা নির্বাচন কমিশনের মার্কায় মুলা, বেগুন, খাট, থালা-বাটি এগুলো থাকতে পারে না। দেশে কি মার্কার অভাব পড়েছে? এই জায়গাটা তাদের ঠিক করে সংশোধন করা উচিত। সর্বশেষ নির্বাচন কমিশনকে সাদা শাপলা বা লাল শাপলা অন্যথায় শাপলার সঙ্গে কিছু যোগ করারও অপশন দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সারজিস আরও অভিযোগ করে বলেন, আমরা স্পষ্ট দেখছি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে। তারা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছে।...