বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে শক্তিশালী বাণিজ্যিক, অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) সভাপতি আশরাফুল আলম চৌধুরী। একই সঙ্গে ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার জন্য দেশটি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প বাজার হয়ে উঠবে বলে তিনি মনে করছেন। রবিবার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামী ৭ অক্টোবর থেকে এসএবিসিসিআইর আয়োজনে ‘সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সংবাদ সম্মেলন করে বাণিজ্যিক এই সংগঠনটি।সামিটের লিড স্পনসর সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্বোধন ও বিস্তারিত বিষয় তুলে ধরেন এসএবিসিসিআইর সভাপতি বলেন, ‘ব্যবসায়ী মহল অনেক আগেই সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে একটি প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। দুর্ভাগ্যজনকভাবে তা বাস্তবায়িত হয়নি। এবার...