সৌদি আরব, রাশিয়া ও ওপেক প্লাসের আরও ছয় সদস্য দেশ রোববার (৫ অক্টোবর) যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে আগামী নভেম্বর মাস থেকে প্রতিদিন অতিরিক্ত ১ লাখ ৩৭ হাজার ব্যারেল তেল উৎপাদন করবে। এর মাধ্যমে তারা ধীরে ধীরে নিজেদের হারানো বাজার শেয়ার পুনরুদ্ধারের পথে এগোচ্ছে। এর আগে চলতি বছরের আগস্টে সংস্থাটি জানিয়েছিল, সেপ্টেম্বর মাসে দৈনিক ৫ লাখ ৪৭ হাজার ব্যারেল তেল উত্তোলন করবে তারা। রোববার এক অনলাইন বৈঠক শেষে সংগঠনটি এক বিবৃতিতে জানায়, বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীল প্রবণতা ও বর্তমান বাজারে তেলের কম মজুতের বিষয়টি বিবেচনায় নিয়ে আটটি অংশগ্রহণকারী দেশ প্রতিদিন ১ লাখ ৩৭ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই উৎপাদন সমন্বয়টি ২০২৩ সালের এপ্রিল মাসে ঘোষিত অতিরিক্ত ১৬ লাখ ৫০ হাজার ব্যারেল দৈনিক স্বেচ্ছায় উৎপাদন কমানোর অংশ...