যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শিকাগোয় ৩০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে উল্লেখ করে তিনি এই পদক্ষেপ নেন। শিকাগো রাজ্য কর্তৃপক্ষ ও স্থানীয় নেতাদের আপত্তি উপেক্ষা করে ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন। ডেমোক্র্যাট শাসিত শহরটিতে প্রতিবাদকারীদের সঙ্গে অভিবাসন কর্তৃপক্ষের সংঘর্ষের কয়েক ঘণ্টা পর ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। এর আগে স্থানীয় নেতারা কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্পের সেনা মোতায়েন পরিকল্পনার সমালোচনা করেছেন এবং একে ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করেছেন। ইলিনয়ের গভর্নর জেবি প্রিৎজকার বলেছেন, ট্রাম্প ‘কৃত্তিম সংকট’ তৈরি করার চেষ্টা করছেন। শিকাগোয় সেনা মোতায়েনের ঘোষণা এমন সময়ে এল যখন ওরেগনের পোর্টল্যান্ডে এক ফেডারেল বিচারক ২০০ জন সেনা মোতায়েনের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আপাতত আটকে দিয়েছেন। তিনি বলেন, রাজ্যের সম্মতি ছাড়া ফেডারেল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের...