জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের মতামত নিতে গণভোট আয়োজনের বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতিগত ঐকমত্য এসেছে। বিষয়টিকে সাফল্য হিসেবে দেখছে ঐকমত্য কমিশন। তবে গণভোট কখন অনুষ্ঠিত হবে, তা নিয়ে দলগুলোর মধ্যে এখনো মতভেদ রয়েছে। বিএনপি বলছে, সাধারণ নির্বাচনের দিনই গণভোট করা হোক। জামায়াতে ইসলামী বলছে— জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে হোক। অন্যান্য দলগুলোও মিশ্র অবস্থান জানিয়েছে। রোববার (৫ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের মতো আলোচনায় বসেছিল জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকের বিরতিতে ও শেষে সংবাদ সম্মেলন করে নিজেদের মত ও আলোচনার অগ্রগতি সম্পর্কে জানায় রাজনৈতিক দলগুলো। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, মো. আইয়ুব মিয়া ও প্রধান...